সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ: ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সফরে যাচ্ছেন

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: রবিবার ২২শে সেপ্টেম্বর ২০২৪ ০২:২১ অপরাহ্ন
সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ: ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সফরে যাচ্ছেন

সেনাবাহিনীর প্রধান ওয়াকার-উজ-জামান আজ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে এ তথ্য জানানো হয়েছে। সাক্ষাতটি অনুষ্ঠিত হয় প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে।


এই সফর প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজ এক সংবাদ সম্মেলনে জানান, ড. ইউনূসের বক্তব্যে তিনি সাম্প্রতিক সময়ে বাংলাদেশে গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ উল্লেখ করবেন। তিনি দেশকে একটি গণমুখী, কল্যাণধর্মী ও জনস্বার্থমূলক রাষ্ট্রীয় ব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার পুনরুল্লেখ করবেন বলে আশা করা হচ্ছে। 


এছাড়া, একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে যে, জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ড. ইউনূস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকে বসবেন। ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কের স্থানীয় সময় দুপুরে জাতিসংঘ সদর দপ্তরে তাদের মধ্যে এই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।


ড. ইউনূসের এই সফর বাংলাদেশে চলমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে বিশেষ গুরুত্বপূর্ণ বলে বিশ্লেষকরা মনে করছেন।