দেবীদ্বারে এসএসসি ৯১ ব্যাচের কফি হাউজের বন্ধুদের ইফতার ও মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক
শফিউল আলম রাজীব, উপজেলা প্রতিনিধি - দেবীদ্বার, কুমিল্লা
প্রকাশিত: শুক্রবার ২২শে মার্চ ২০২৪ ০৯:৪০ অপরাহ্ন
দেবীদ্বারে এসএসসি ৯১ ব্যাচের কফি হাউজের বন্ধুদের ইফতার ও মিলনমেলা

মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হবে আপনাদেরকেই। দেবীদ্বার রেয়াজ উদ্দিন সরকারী পাইলট উচ্চবিদ্যালয়ের ৯১’র ব্যাচ ও কফি হাউজের বন্ধুদেরসহ বিভিন্ন ব্যাচের আলোকিত সদস্যরাই পারেন দেবীদ্বারকে স্মার্ট দেবীদ্বার হিসেবে গড়ে তুলতে।


শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত দেবীদ্বার ‘কফি হাউজের বন্ধুরা ও এসএসসি’র ৯১’র ব্যাচের ইফতার ও মিলনমেলা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৪ দেবীদ্বার আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ এসব কথা বলেন।


দেবীদ্বার ৯১ ব্যাচের মেধাবী সদস্য উপ-সচিব ইকবাল হোসেনের সভাপতিত্বে এবং মো. ইউনুস জব্বারের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নয়ন মিয়া, প্রবীণ ন্যাপ নেতা ও বীর মুক্তিযোদ্ধা মুস্তাকুর রহমান ফুল মিয়া, আওয়ামীলীগ উপজেলা সহ-সভাপতি লুৎফর রহমান বাবুল,  পৌর আওয়ামীলীগ সভাপতি হাজী আবুল কাসেম, কুমিল্লা উত্তর জেলা যুবলীগ নেতা মো. মামুনুর রশিদ।


অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক ও সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, ব্যাচের সদস্য মো. জিয়াউর রহমান, আশেক এলাহী সুমন প্রমূখ।