হিজলায় গৃহ প্রদান উপলক্ষ্যে ইউএনও এর সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
তালুকদার মামুন, নিজস্ব প্রতিনিধি হিজলা (বরিশাল)
প্রকাশিত: মঙ্গলবার ৮ই আগস্ট ২০২৩ ০৫:০২ অপরাহ্ন
হিজলায় গৃহ প্রদান উপলক্ষ্যে ইউএনও এর সংবাদ সম্মেলন

মাননীয় প্রধানমন্ত্রী ৯ আগস্ট বুধবার ভূমিহীন ও গৃহহীন উপকারভোগী পরিবারের মাঝে ৪র্থ পর্যায়ের গৃহ প্রদান করবেন। সে উপলক্ষ্যে সংবাদ সম্মেলন করেছেন বরিশালের হিজলা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার।


উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে ৮ আগস্ট মঙ্গলবার সকাল এগারোটায় সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী অফিসার জানান, মাননীয় প্রধানমন্ত্রী ৪র্থ পর্যায়ে হিজলায় ১৬৮ টি উপকারভোগী পরিবারের নিকট ২শতাংশ জমিসহ ২ কক্ষ বিশিষ্ট সেমি পাকা গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। এ উপজেলায় মোট ভূমিহীন ও গৃহহীন পরিবারের সংখ্যা ৫৭৩ জন। এর মধ্যে ১ম পর্যায়ে ৫১টি, ২য় পর্যায়ে ৫৯টি, ৩য় পর্যায়ে ২১৫টি পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ২শতাংশ জমি ও ২ কক্ষ বিশিষ্ট( টয়লেট  ও রান্নাঘর সহ) সেমি পাকা গৃহ প্রদান করা হয়েছে।


৪র্থ পর্যায়ের মোট ২৪৮টি গৃহের অবশিষ্ট ১৬৮টি পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রী ৯ আগস্ট বুধবার বিটিভি লিংকের মাধ্যমে সরাসরি সম্প্রচারের মাধ্যমে ২শতাংশ জমিসহ দ্বিকক্ষ বিশিষ্ট সেমি পাকা গৃহের চাবি হস্তান্তর করবেন।