বিসিসি: নৌকার নির্বাচন পরিচালনা উপদেষ্টা কমিটি গঠন, ফয়জুলকে ইসির তলব

নিজস্ব প্রতিবেদক
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি, বরিশাল।
প্রকাশিত: মঙ্গলবার ৯ই মে ২০২৩ ০৬:২৪ অপরাহ্ন
বিসিসি: নৌকার নির্বাচন পরিচালনা উপদেষ্টা কমিটি গঠন, ফয়জুলকে ইসির তলব

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত) নির্বাচন পরিচালনা উপদেষ্টা কমিটি ঘোষণা করেছেন। এতে প্রথম সদস্য হিসেবে রাখা হয়েছে তার বড় ভাই বরিশাল জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ¦ আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি। সোমবার রাতে ঘোষিত ৩১ সদস্য বিশিষ্ট ঘোষিত উপদেষ্টা কমিটিতে বরিশাল মহানগর আওয়ামীলীগের কাউকে রাখা হয়নি।


 এর আগে গত ৩০ এপ্রিল খোকন সেরনিয়াবাত তার নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করেন। সেখানে বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক বিসিসি মেয়র ও তার ভাতিজা সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ এবং তার ঘনিষ্ঠজনদের কাউকে রাখা হয়নি। এ নিয়ে বরিশালে চলছে আলোচনা-সমলোচনার ঝড়।


এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খোকন সেরনিয়াবাত বলেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক বর্তমানে মেয়র পদে রয়েছেন। তাই তাদের রাখা হয়নি। তিনি বলেন, নির্বাচন পরিচালনায় কাকে রাখতে হবে, কাকে রাখা হবে না। সেটা একান্তই আমার ব্যক্তিগত বিষয়।


নির্বাচন পরিচালনা উপদেষ্টা কমিটির অন্যান্য সদস্যরা হলেন, আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, বরিশাল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এম.পি, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি এড. তালুকদার মোঃ ইউনুস, মাহবুব উদ্দিন আহম্মেদ বীর বিক্রম, মহানগর আওয়ামীলীগের সাবেক সভাপতি এড. গোলাম আব্বাস চৌধুরী দুলাল, বরিশাল সদর আসনের সাবেক এমপি জেবুন্নেছা আফরোজ, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাবেক এমটি এড. শেখ টিপু সুলতান, বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি রাজনীতিবিদ এড. খান আলতাফ হোসেন ভুলু, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এড. মানবেন্দ্র বটব্যাল, বিএম কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর জিয়াউল হক, বাংলাদেশ বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের যুগ্ম মহাসচিব ড. মোঃ আবদুল কাইউম, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হোসেন চৌধুরী, আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য সৈয়দ আনিছুর রহমান, আওয়ামীলীগের জাতীয় কমিটির সাবেক সদস্য আমিনুল ইসলাম তোতা, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি নজরুল হক নিলু, জেলা জাসদ সভাপতি এড. আবদুল হাই মাহাবুব, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. ফয়জুল হক ফয়েজ, বীর মুক্তিযোদ্ধা জি এম কবির ভুলু, জেলা আওয়ামীলীগ সদস্য এড. দিলীপ ঘোষ, শিক্ষাবিদ রাবেয়া খাতুন, সচেতন নাগরিক কমিটি বরিশালের সভাপতি অধ্যাপক শাহ্ সাজেদা, মহিলা পরিষদ বরিশালের সভাপতি পুস্প চক্রবর্তী, জেলা আওয়ামীলীগ সদস্য ডাঃ পীজুস কান্তি দাস, স্বাধীনতা চিকিৎসক পরিষদের ডাঃ ইসতিয়াক আহম্মেদ, জেলা আওয়ামীলীগ সদস্য মফিজুল ইসলাম কামাল, বিশিষ্ট শিল্পপতি ও আ.লীগ নেতা মশিউর রহমান, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাবেক সভাপতি নজমুল হোসেন আকাশ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিভাগীয় প্রতিনিধি আজমল হোসেন লাবু ও বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি শুভংকর চক্রবর্তী। 


কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন বরিশাল মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম, বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট লস্কর নুরুল হক, জেলা শ্রমিকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদার, মহানগর যুবলীগের আহবায়ক নিজামুল ইসলাম নিজাম, যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন প্রমুখ।


এদিকে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের ব্যাখ্যা দিতে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করিমকে তলব করেছে নির্বাচন কমিশন (ইসি)। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ দলটির আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের ভাই। সোমবার তাকে তলব করেন রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবীর। 


রিটার্নিং কর্মকর্তা চিঠিতে উল্লেখ করেন, প্রার্থী রাজনৈতিক দলের লোগো, নির্বাচনি প্রতীক ইত্যাদিসহ মিছিল ও শো-ডাউন করে আচরণ বিধির- বিধি ৫, ৭(ক), ১১(২) ও ১৩ (ক)- এর সুস্পষ্ট লঙ্ঘন করা হয়েছে। এ বিষয়ে সশরীরে বুধবার সকাল সাড়ে ১০টায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ও মৌখিক ব্যাখ্যা দেওয়ার জন্য অনুরোধ করা হলো।