হিলিতে ৪ সেমাই কারখানায় ৩৬ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, উপজেলা প্রতিনিধি হিলি (দিনাজপুর)
প্রকাশিত: সোমবার ৩রা এপ্রিল ২০২৩ ০৫:৩৩ অপরাহ্ন
হিলিতে ৪ সেমাই কারখানায় ৩৬ হাজার টাকা জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশ ও বিএসটিআই’র অনুমোদন ছাড়াই সেমাই তৈরির অভিযোগে দিনাজপুরের হাকিমপুর হিলিতে চারটি সেমাই কারখানার মালিককে ৩৬ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ।


সোমবার (০৩ এপ্রিল) দুপুরে উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব জরিমানা করেন দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম।


এসময় তিনি বলেন, পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে কিছু অসাধু ব্যবসায়ী অতিমুনাফার লোভে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করছে এমন অভিযোগের ভিত্তিতে আজকে হাকিমপুর উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় চারটি সেমাই কারখানায় অভিযান পরিচালনা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় কারখানা গুলোতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই উৎপাদন ও বিএসটিআই’র অনুমোদন ছাড়াই কারখানাগুলো পরিচালনা করার অভিযোগে চারটি সেমাই কারখানা মালিককে ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।