ভূঞাপুরে ধান ও পাটের বীজ বিতরণের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
ফুয়াদ হাসান রঞ্জু, উপজেলা প্রতিনিধি, ভূঞাপুর, টাঙ্গাইল
প্রকাশিত: শনিবার ২৫শে মার্চ ২০২৩ ০৭:১৪ অপরাহ্ন
ভূঞাপুরে ধান ও পাটের বীজ বিতরণের উদ্বোধন

টাঙ্গাইলের ভূঞাপুরে ২০২৩-২৪ অর্থবছরে উফশী আউশ ধান বীজ, পাট বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (২৫ মার্চ) উপজেলা কৃষি অধিদপ্তর ও পাট অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন- স্থানীয় সংসদ সদস্য ছোট মনির। এই মৌসুমে ৪ হাজার কৃষকের মধ্যে উফশী আউশ ধানের বীজ ও রাসায়নিক সার এবং ২ হাজার কৃষকের মাঝে পাট বীজ প্রণোদনা দেওয়া হবে।


উপজেলা নির্বাহী কমকর্তা (ইউএনও) মোঃ বেলাল হোসেনের সভাপতিত্বে অতিথি হিসেবে ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছাঃ  নার্গিস বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফরিদুল ইসলাম, উপজেলা কৃষি কমকর্তা কৃষিবিদ মোঃ হুমায়ুন কবীর, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম তালুকদার মোহন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিক সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।