হিলিতে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, উপজেলা প্রতিনিধি হিলি (দিনাজপুর)
প্রকাশিত: শুক্রবার ১০ই মার্চ ২০২৩ ০৬:৩৮ অপরাহ্ন
হিলিতে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

"স্মার্ট বাংলাদেশের প্রত্যয় দুর্যোগ প্রস্তুতি সবসময়" এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুর হিলিতে র্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস-২০২৩ পালিত হয়েছে।


শুক্রবার (১০ মার্চ) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বর থেকে র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় এসে শেষ হয়। র্যালিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউটস এর ছাত্র ছাত্রী অংশ গ্রহণ করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর- এ আলম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


এ-সময় উপস্থিত ছিলেন উপজেলা ফায়ার সার্ভিস ষ্টেশন ইনচার্জ অফিসার মিজানুর রহমান, উপজেলা একাডেমিক সুপার ভাইজার সাখাওয়াত হোসেন, প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, উপজেলা স্কাউটস এর কমিশনার আনোয়ার হোসেন টুকু, স্কাউটস এর কাব লিডার মুহিদুল ইসলাম, ক্রীড়া শিক্ষক তারেক রহমানসহ আরও অনেকে।  


আলোচনা সভার আগে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা দুর্যোগ ব্যবস্থাপনা, ভূমিকম্প ও অগ্নি নির্বাপক বিভিন্ন মহড়া প্রদর্শন করেন।