মেহেরপুরে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
এস এম তারেক হোসেন, জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: সোমবার ১৬ই জানুয়ারী ২০২৩ ০৬:৪১ অপরাহ্ন
মেহেরপুরে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন

মেহেরপুরে প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর দুটি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। আজ ১৬ই জানুয়ারী সোমবার সকাল ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এমপির সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান  অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত হয়ে গণভবন থেকে ভাষণ দিয়ে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 


মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা সদর ও গাংনী উপজেলা মিলিয়ে ২টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল পোগ্রামে মেহেরপুর থেকে যুক্ত হয়েছিলেন মেহেরপুর জেলা প্রশাসক ড.মুনসুর আলম খান, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুল,  গাংনী পৌরসভার মেয়র আহমেদ আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুন্তাজ আলী, গাংনী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও হিজলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, গাংনী আসনের এমপির প্রতিনিধি মনিরুজ্জামান আতু সহ   বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সকল শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।