মেয়ের বাল্য বিয়ে দেয়ায় ইউপি সদস্যের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, উপজেলা প্রতিনিধি হিলি (দিনাজপুর)
প্রকাশিত: রবিবার ৩১শে জুলাই ২০২২ ০৬:৪০ অপরাহ্ন
মেয়ের বাল্য বিয়ে দেয়ায় ইউপি সদস্যের কারাদন্ড

দিনাজপুরের হিলিতে এক ইউপি সদস্য তার স্কুল পড়–য়া মেয়েকে বাল্যবিয়ে দেওয়ার অপরাধে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। 


রবিবার (৩১শে জুলাই) উপজেলার বোয়ালদাড় গ্রামে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই কারাদন্ড প্রদান করেন হাকিমপুর উপজেলা নিবার্হী অফিসার ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুর এ আলম।


নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুর এ আলম জানান, বোয়ালদাড় ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোতালেব হোসেন তার ৯ ম শ্রেণী পডুয়া মেয়ের গোপনে গত ১৮ তারিখে বাল্য বিয়ের আয়োজন করেন। বিষয়টি জানতে পেরে বিয়ে বন্ধ করা হয়।


পরে একইদিন গভীর রাতে গোপনে মেয়ের বাল্য বিয়ে দেন। এবং বিয়ের বিষয়টি গোপন রাখেন। এরপর বিষয়টি জানতে পেয়ে সত্যতা যাচাইপূর্বক তাকে এ দন্ড প্রদান করা হয়েছে।