মাদকমুক্ত উপজেলা করতে সকলের সহযোগিতা চাইলেন নবাগত ওসি

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, উপজেলা প্রতিনিধি হিলি (দিনাজপুর)
প্রকাশিত: রবিবার ২৬শে সেপ্টেম্বর ২০২১ ০৭:৫৩ অপরাহ্ন
মাদকমুক্ত উপজেলা করতে সকলের সহযোগিতা চাইলেন নবাগত ওসি

সীমান্ত ঘেঁষা দিনাজপুরের হিলি-হাকিমপুর উপজেলাকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।মাদক সামাজিক অস্থিরতার একটি বড় কারণ।মাদক নির্মূলে যতটুকু কঠোর হওয়া দরকার করা হবে।মাদক নির্মূল ও আইনশৃংঙ্খলা উন্নয়নে সকল মহলের সহযোগিতা চাইলেন নবাগত  অফিসার ইনচার্জ খায়রুল বাসার শামীম।


গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় থানার অফির্সার ইনচার্জের রুমে হাকিমপুর প্রেসক্লাবের  সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে উপরোক্তকথাগুলো বলেন ওসি।


এসময় সেখানে হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন,সহ-সভাপতি এটিএম রবিউল ইসলাম সুইট, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু, যুগ্ন সাধারণ সম্পাদক মো: সাজ্জাদ হোসেন,সাংগঠনিক সম্পাদক মো: শফিকুল ইসলাম শফিক, দপ্তর সম্পাদক মো: মোফাজ্জল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: মোসলেম উদ্দিন,ধর্ম, সমাজকল্যাণ  ও ক্রীড়া সম্পাদক মো: আব্দুল আজিজ, 


কার্যনির্বাহী সদস্য মো: মাসুদুল হক রুবেল সাংবাদিক ডা: মো:আলতাফ হোসেন, মো: মোস্তফা হোসেন স্বাধীন, মুরাদ ইমাম কবির, মো: হালিম আল রাজী, সালাহ উদ্দিন বকুল, নুরুজ্জামান হোসেন জামান, মো:সামছুল, মো: তাছির উদ্দিন বাপ্পি, মো: মুসা মিয়া, মো: কুদ্দুস আলী খান, মো: মিজানুর রহমান, মোকছেদুল মোমিন, গোলাম রব্বানী,তৌহিদুল ইসলাম,মোস্তাকিম হোসেন,লুৎফর রহমান,সোহেল রানা,সামিউলসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকটনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।