লকডাউনে কুয়াকাটা সৈকতে পর্যটকদের ভিড়

নিজস্ব প্রতিবেদক
ফরাজী মো.ইমরান, জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: শুক্রবার ১৪ই মে ২০২১ ০১:৩৭ অপরাহ্ন
লকডাউনে কুয়াকাটা সৈকতে পর্যটকদের ভিড়

লকডাউন ভেঙে হঠাৎ করে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ভিড় জমিয়েছে হাজারো পর্যটক। ঈদুল ফিতর উপলক্ষে সকাল থেকে এসব পর্যটকের আগমন ঘটে। তবে আগত এসব পর্যটকদের মাইকিং করে বাড়ি ফিরিয়ে দিয়েছে ট্যুরিষ্ট্য পুলিশ।


ইসলাম ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। ঈদুল ফিতরকে আরও আনন্দময় করে লকডাউন থাকা সত্তে¡ও কুয়াকাটা সৈকতে সকাল ভেড়ে ভীড় জমিয়েছেন পর্যটকরা। সৈকতে আগত এসব পর্যটকরা সমুদ্রে সাতার কাটাসহ প্রিয়জনের সাথে সেফলি তুলে দিনটি উপভোগ করছেন।


তবে এসব পর্যটকদের সামাজিক দূরত্ব মানতে কিংবা মাক্স ব্যবহার করতে লক্ষ্য করা যায়নি। কুয়াকাটায় আগত এসব পর্যটকরা বেশির ভাগই স্থানীয় বলে জানিয়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।


কুয়াকাটা ট্যুরিষ্ট্য পুলিশের পুলিশ পরিদর্শক বদরুল কবির জানান, হঠাৎ করে দুপুরের দিকে কুয়াকাটায় বেশ কিছু পর্যটকদের আগমন ঘটে। জুমার নামাজ শেষে মাইকিং করে বাড়ি ফিরে যেতে বলা হয়েছে। পরে সৈকতে টুরিষ্ট্য পুলিশে টহলে পর্যটকরা বাড়ি ফিরে যেতে বাধ্য হয়।