বরিশাল নগরী দক্ষিণাঞ্চলে সর্বনিম্ন পর্যায়ে করোনা সংক্রমনের হার

নিজস্ব প্রতিবেদক
এম. কে. রানা - বার্তা প্রধান ইনিউজ৭১
প্রকাশিত: রবিবার ১৭ই জানুয়ারী ২০২১ ০১:২৮ অপরাহ্ন
বরিশাল নগরী দক্ষিণাঞ্চলে সর্বনিম্ন পর্যায়ে করোনা সংক্রমনের হার

করোনা প্রতিরোধে বরিশাল সদর উপজেলাসহ নগরীর বিভিন্ন স্থানে জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে। ফলে এ যাবত কালের সর্বনিম্ন পর্যায়ে রয়েছে দক্ষিণাঞ্চলের সর্বত্র করোনা সংক্রমনের হার।


কমেছে মৃত্যু হারও। গত মাসে দক্ষিণাঞ্চলে করোনা আক্রান্তের হার ৩০% হ্রাস পেলেও বেড়েছিল মৃত্যুহার। তবে চলতি মাসের প্রথম ১৭ দিনে আক্রান্ত ও মৃতের হার আশাতীতভাবে হ্রাস পেয়েছে। চলতি মাসের প্রথম ১৭ দিনে দক্ষিণাঞ্চলে মোট সনাক্তের সংখ্যা ৭০।


আর মারা গেছেন ১ জন। যা ডিসেম্বরে আক্রান্তের সংখ্যা ছিল ৫২০, আর মৃত্যু হয়েছিল ১৩ জনের। তবে এখনো দক্ষিণাঞ্চলের মধ্যে বরিশাল মহানগরীই আক্রান্ত ও মৃত্যুর তালিকায় শীর্ষে রয়েছে।সূত্রমতে, রবিবার পর্যন্ত দক্ষিণাঞ্চলের ৬ জেলায় মোট আক্রান্ত ১০ হাজার ৪৯৮ জনের মধ্যে বরিশাল জেলায় আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৭৮৩।


যার মধ্যে বরিশাল নগরীতেই আক্রান্তের সংখ্যা প্রায় ৩ হাজার ৬শ। অপরদিকে দক্ষিণাঞ্চলে এপর্যন্ত মৃত ১৯৭ জনের মধ্যে বরিশাল জেলায় ৮৫ জনের মৃত্যু হলেও এর মধ্যে নগরীতেই মারা গেছেন ৪৬ জন। এমনকি চলতি মাসের প্রথম ১৫ দিনে বরিশাল জেলায় মোট আক্রান্ত ৬৫ জনের মধ্যে নগরীতেই ৫৫ জন আক্রান্ত হয়েছে।


এদিকে দক্ষিণাঞ্চলে এপর্যন্ত সর্বমোট আক্রান্ত ১০ হাজার ৪৯৮ জনের মধ্যে রবিবার সকাল পর্যন্ত ১০ হাজার ৬ জন সম্পূর্ণ সুস্থ হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে । এ অঞ্চলে সুস্থতার হার এখন ৯৫.৩০%। 


তবে করোনা আক্রান্তের হার হ্রাস পেলেও অবহেলার কোন সুযোগ নেই জানিয়ে মাস্ক পরিধানপূর্বক স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে গণপরিবহনে চলাচল, দাপ্তরিক কর্মকান্ড ও সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রম পরিচালনা করাসহ পরিস্থিতির ওপর নজরদারী সহ সকলকে পরিপূর্ণভাবে স্বাস্থ্য সচেতন হওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকগণ।