কয়েকজন গ্রেফতারের পর পল্লী বিদ্যুৎতের কর্মসূচি স্থগিত, পুনঃচালু বিদ্যুৎ !

নিজস্ব প্রতিবেদক
জিয়াউল হক জুয়েল (স্টাফ রিপোর্টার)
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৭ই অক্টোবর ২০২৪ ০৯:৪১ অপরাহ্ন
কয়েকজন গ্রেফতারের পর পল্লী বিদ্যুৎতের কর্মসূচি স্থগিত, পুনঃচালু বিদ্যুৎ !

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমের অনুরোধে পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) কর্মকর্তা-কর্মচারীরা তাদের ঘোষিত কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত করে সারা দেশে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এই সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান আন্দোলনকারী কর্মকর্তারা।


সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা মাহফুজ আলমের সঙ্গে বৈঠক করেন। এ সময় তিনি সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে আটককৃত কর্মকর্তাদের মুক্তির কথাও বলেন। এর ফলে রোববার পর্যন্ত কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নেন তারা।


পল্লী বিদ্যুতের আন্দোলনের সমন্বয়ক আব্দুল হাকিম (এজিএম) বলেন, “আমরা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে আলোচনা করেছি এবং তিনি আমাদের দাবির প্রতি গুরুত্ব দিয়েছেন। অভিযোগ তুলে ধরা এবং আটককৃতদের মুক্তি দেওয়ার আশ্বাসে আমাদের কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে।”


গত বৃহস্পতিবার, পল্লী বিদ্যুৎ সমিতির ২০ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত এবং ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে বিভিন্ন জেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেন আন্দোলনকারীরা। তারা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) চেয়ারম্যানের অপসারণের দাবিতে এবং অভিন্ন চাকরিবিধির বাস্তবায়নের জন্য ১২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ঢাকা অভিমুখে লংমার্চের ঘোষণা দিয়েছিলেন।


এই আন্দোলনের ফলে লাখ লাখ গ্রাহক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কারণে ভোগান্তিতে পড়েন। কিন্তু বিকেলের দিকে বিভিন্ন এলাকায় আন্দোলনকারীদের কয়েকজন নেতাকে আটক করার পর পরিস্থিতি নাটকীয়ভাবে পরিবর্তিত হয়। আটককৃতদের মধ্যে প্রকৌশলী রাজন কুমার দাস (এজিএম), আসাদুজ্জামান ভূঁইয়া (ডিজিএম), এবং দীপক কুমার সিংহ (ডিজিএম) অন্তর্ভুক্ত ছিলেন।


এদিকে, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘদিন ধরে অভিন্ন চাকরিবিধির বাস্তবায়ন এবং অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণের দাবিতে আন্দোলন করে আসছেন। তাদের এই আন্দোলন দেশের বিদ্যুৎ খাতের জন্য এক গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে, যা সরকারের মনোযোগ আকর্ষণ করেছে।