ঝিনাইদহে দুই শিবির কর্মী হত্যার অভিযোগে ৮ পুলিশ কর্মকর্তাসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
আতিকুর রহমান, জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: বুধবার ১৮ই সেপ্টেম্বর ২০২৪ ০৬:৪৫ অপরাহ্ন
ঝিনাইদহে দুই শিবির কর্মী হত্যার অভিযোগে ৮ পুলিশ কর্মকর্তাসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা

ঝিনাইদহের কালীগঞ্জে শিবির নেতা আবুজর গিফারী ও শামীম হোসেনকে বিচার বহির্ভূত হত্যার অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে কালীগঞ্জ আমলী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবুজর গিফারীর পিতা নুর ইসলাম এবং শামীম হোসেনের পিতা রুহুল আমিন মামলা দুটি করেন।


মামলায় আবুজর গিফারীর পিতা নুর ইসলাম ১১ জনকে এবং শামীমের পিতা রুহুল আমিন ১২ জনকে আসামি করেছেন। আদালতের বিচারক রোমানা আফরোজ মামলাগুলি আমলে নিয়ে সংশ্লিষ্ট থানার ওসিকে এজাহারভুক্ত করার নির্দেশ দিয়েছেন। 


এবারের মামলার আসামিদের মধ্যে রয়েছেন ঝিনাইদহের সাবেক পুলিশ সুপার আলতাফ হোসেন, কালীগঞ্জ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন, সাবেক এসআই নিরব হোসেন, সাবেক এসআই আশরাফুল আলমসহ আরও কয়েকজন সাবেক পুলিশ কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্বরা।


মামলা সূত্রে জানা যায়, শিবির কর্মী আবুজর গিফারীকে ২০১৬ সালের ১৮ মার্চ জুম্মার নামাজ শেষে বাড়ি ফেরার পথে চাপালী লস্কারপাড়া থেকে সাদা পোশাকধারীরা অপহরণ করে। অপহরণের ২৫ দিন পর ১৩ এপ্রিল যশোর সদরের লাউখালি গ্রামের একটি শ্মশানঘাট থেকে তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। অপরদিকে, শামীম হোসেনকে ২০১৬ সালের ২৪ মার্চ পুলিশ পরিচয়ে সাদা পোশাকধারী চার ব্যক্তি অপহরণ করে। ১৮ দিন পর তার লাশও একই স্থানে উদ্ধার হয়।


মামলার বাদী নুর ইসলাম ও আব্দুর রশিদ বিশ্বাস জানিয়েছেন, তারা হত্যার ঘটনার বিচার চেয়ে আদালতে আবেদন করেছিলেন, যা আদালত গ্রহণ করেছে। তারা আশা করছেন, বিচার বিভাগের মাধ্যমে ন্যায়ের প্রতীকস্বরূপ এই হত্যাকাণ্ডের যথাযথ তদন্ত ও বিচার হবে।


স্থানীয় আইনজীবীরা বলেছেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তারা মনে করেন, এটি আগামী দিনে অন্যায় ও অপরাধের বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা দিতে সক্ষম হবে।