আশুলিয়ায় দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

নিজস্ব প্রতিবেদক
নেছার উদ্দিন খান, স্টাফ রিপোর্টার, সাভার:
প্রকাশিত: বুধবার ১১ই সেপ্টেম্বর ২০২৪ ০৭:০২ অপরাহ্ন
আশুলিয়ায় দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

সাভারে সংবাদ সংগ্রহ করতে গিয়ে বেসরকারি  টেলিভিশনের দুই সাংবাদিকসহ চারজনকে পিটিয়ে আহত করা হয়েছে। আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 


মঙ্গলবার রাতে আশুলিয়ার জিরানী ওয়াপদা রোড এলাকায় এই ঘটনা ঘটে।


আহতরা হলেন, বেরসরকারি টেলিভিশন আর টিভির আশুলিয়া প্রতিনিধি এইচ এম সৌরভ ও বায়ান্ন টিভির সাভার প্রতিনিধি রমজান আলী।


আহত সাংবাদিক এইচ এম সৌরভ বলেন, জিরানি ওয়াপদার এলাকায় নবীনগর-চন্দ্রা মহাসড়ক দখল করে অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের মাধ্যমে একদল চাঁদাবাজি করছে। এমন সংবাদের ভিত্তিতে চাঁদাবাজির তথ্য সংগ্রহ করতে গেলে সাইফুল ইসলাম চয়ন ওরফে কালা সাইফুল, রাশিদুল, আলম, আশিক ও মোয়াজ্জেম মোল্লার নেতৃত্বে ১৫-২০ জন স্থানীয় সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে বায়ান্ন টিভির সাংবাদিক রমজান আলীর উপর হামলা করে। 


খবর পেয়ে সাংবাদিক রমজানকে উদ্ধার করতে গেলে আরটিভির আশুলিয়া প্রতিনিধি এইচ এম সৌরভ, রমজানের ভাই সুমন ও ভাতিজা আরমানকেও পিটিয়ে গুরুতর আহত করে চলে যায় সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করে।