'রাজাকারের তালিকায় বিএনপি-জামায়াতের কারসাজি থাকতে পারে'

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ১৮ই ডিসেম্বর ২০১৯ ১০:১৮ অপরাহ্ন
'রাজাকারের তালিকায় বিএনপি-জামায়াতের কারসাজি থাকতে পারে'

বিএনপি-জামায়াতের সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে থাকা রাজাকারের কাগজপত্রে কারসাজি হয়ে থাকতে পারে বলে মনে করছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত ২৫-৩০ বছর ক্ষমতায় থাকাকালীন হয়তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রক্ষিত কাগজপত্র ম্যানিপুলেট (কারসাজি) করে থাকতে পারে। সেখানে কারচুপি করে কিছু কথা লিখে যেতে পারে। যেটা আমরা কল্পনাও করিনি। সে কারণে আমাদের ভুল হয়ে গেছে, তার জন্য দুঃখ প্রকাশ করছি।’ বুধবার মানিকগঞ্জে মুক্তিযোদ্ধাদের এক সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

রাজাকারের তালিকা প্রকাশ করে ‘বল্লার চাকে’ হাত দিয়েছেন মন্তব্য করে মন্ত্রী বলেন, ‘আমি জানি, বল্লার চাকে হাত দিয়েছি রাজাকার-আলবদরের তালিকা প্রকাশ করে। এখন বিভ্রান্তি করে কেউ যেন ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে সেদিকে সকলের নজর দিতে হবে।’

রাজাকারদের তালিকায় থাকা প্রকৃত মুক্তিযোদ্ধাদের নামগুলো প্রত্যাহার করে নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, ‘পরবর্তীতে জেলা ও উপজেলায় রাজাকারদের সম্পূরক যে তালিকা করা হবে তা পরিপূর্ণভাবে যাচাই-বাছাই করে করা হবে। যাতে কোনো মুক্তিযোদ্ধার নাম ভুলেও প্রকাশ না পায়।’

ইনিউজ ৭১/টি.টি. রাকিব