রমজানের পবিত্রতা রক্ষায় ভূরুঙ্গামারীতে শোভাযাত্রা ও পথসভা

নিজস্ব প্রতিবেদক
শামসুজ্জোহা সুজন , নিজস্ব প্রতিনিধি, (ভূরুঙ্গামারী) কুড়িগ্রাম
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৭শে ফেব্রুয়ারি ২০২৫ ০৫:৩৯ অপরাহ্ন
রমজানের পবিত্রতা রক্ষায় ভূরুঙ্গামারীতে শোভাযাত্রা ও পথসভা

‘দ্রব্য মূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণ করুন, মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন’- প্রতিপাদ্য কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আসন্ন মাহে রমজানকে স্বাগত জানিয়ে শোভাযাত্রা ও পথসভা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভূরুঙ্গামারী উপজেলা শাখা। বৃহস্পতিবার বিকেলে এ কর্মসূচী পালিত হয়। ইসলামী যুব আন্দোলন ভূরুঙ্গামারী উপজেলা শাখা এ কর্মসূচীর আয়োজন করে।


মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্য মূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে বৃহস্পতিবার বিকেলে ভূরুঙ্গামারী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি গুরুত্বপূর্ণ সড়কের প্রদক্ষিণ করে উপজেলার জামতলা মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।


পথসভায় বাংলাদেশ মুজাহিদ কমিটি ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি হারুন অর রশিদ ও ইসলামী শ্রমিক আন্দোলন ভূরুঙ্গামারী শাখার সেক্রেটারি হারুন অর রশিদ ফারুকী বক্তব্য রাখেন।


এসময় বক্তারা পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যের উর্ধ্বগতি বন্ধ করে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার দাবি জানান। সেই সাথে দিনের বেলা হোটেল ও রেস্তোরাঁ বন্ধ রাখার আহ্বান জানান। এছাড়া সিনেমা হলে কুরুচিপূর্ণ সিনেমা ও নগ্ন ছবি প্রদর্শন বন্ধের দাবি করেন।


দেশ, জাতি ও মুসলিম উম্মার কল্যাণ কামনা করে বাংলাদেশ মুজাহিদ কমিটি ভূরুঙ্গামারী উপজেলা শাখার সাবেক সভাপতি মাওলানা মো. আমিনুল ইসলাম মোনাজাত পরিচালনা করেন।