দেবীদ্বারে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম খোকনের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
শফিউল আলম রাজীব, জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: মঙ্গলবার ১০ই ডিসেম্বর ২০২৪ ০৬:২৪ অপরাহ্ন
দেবীদ্বারে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম খোকনের দাফন সম্পন্ন

কুমিল্লার দেবীদ্বারে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম খোকন (৭৯)-এর দাফন সম্পন্ন হয়েছে রাষ্ট্রীয় মর্যাদায়। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের গজারিয়া গ্রামে ঈদগাহ মাঠে তাঁর দাফন অনুষ্ঠিত হয়। 


এ সময় উপজেলা প্রশাসন ও স্থানীয় মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে মরহুমের কফিনে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানানো হয়। দেবীদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুর রহমানের নেতৃত্বে কুমিল্লা থেকে আসা একটি বাদক দলের করুন সুরে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মাননা প্রদান করা হয়। দাফনের আগে সালাম গ্রহণ করেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


শ্রদ্ধা নিবেদনের পর জানাজা শেষে মরহুমের পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।


প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম খোকন গজারিয়া গ্রামের মৃত ফজর আলীর পুত্র। তিনি বিএডিসি’র অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর ঢাকা মীরপুর ইসলামিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯ ডিসেম্বর রাতে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র, বহু আত্মীয়স্বজন, সহযোদ্ধা এবং গুণগ্রাহী রেখে গেছেন।


বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম খোকন’র মৃত্যুতে মুক্তিযুদ্ধের চেতনায় অঙ্গীকারবদ্ধ মানুষের মধ্যে শোকের আবহ বিরাজ করছে। তাঁর সাহসিকতা ও আত্মত্যাগের কথা এলাকার মানুষ চিরকাল মনে রাখবে।