নাজিরপুরে উপজেলা চেয়ারম্যানসহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
সৈয়দ বশির আহম্মেদ, (জেলা প্রতিনিধি, পিরোজপুর)
প্রকাশিত: রবিবার ১৭ই নভেম্বর ২০২৪ ০৫:২৩ অপরাহ্ন
নাজিরপুরে উপজেলা চেয়ারম্যানসহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মামলা

পিরোজপুরের নাজিরপুরে সাবেক দুই উপজেলা চেয়ারম্যানসহ আওয়ামী লীগের দুই শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে। গত শনিবার (১৬ নভেম্বর) রাতে ও দুপুরে পৃথক দুটি মামলা দায়ের করা হয়।


মামলা দুটির মধ্যে একটিতে যুবদল নেতা মো. এনামুল হক লিটন শেখ বাদী হয়ে ২২ জনকে নামীয় এবং ১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে অভিযোগ দায়ের করেন। অন্য মামলায় যুবদল নেতা রিয়াজ হোসেন শেখ ২৫ জনকে নামীয় এবং ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন।  


মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতারা রয়েছেন, তাদের মধ্যে এম মোশারেফ হোসেন খান, এসএম নুরে আলম সিদ্দিকী শাহীন, মালিখালী ইউপি চেয়ারম্যান মো. রুহুল আমীন দাড়িয়া, শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান চৌধুরী নান্নু, শাঁখারীকাঠী ইউপি চেয়ারম্যান মো. খালিদ হোসেন সজল, এবং উপজেলা যুবলীগের সভাপতি এম খোকন কাজী, ছাত্রলীগের সভাপতি মো. তরিকুল ইসলাম চৌধুরী তাপস প্রমুখ। 


মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২০২৩ সালের ৮ সেপ্টেম্বর নাজিরপুরের সাবেক মন্ত্রী শ.ম. রেজাউল করিমের বাসার সামনে বোমা হামলা ও গুলি চালানো হয়, এতে ৪০-৫০ জন নেতা-কর্মী আহত হন এবং তাদের গাড়ি ভাঙচুর ও মোবাইল ছিনিয়ে নেওয়া হয়, যার আর্থিক ক্ষতি প্রায় ৪৬ লাখ টাকা। অন্য মামলায়, ২০১৩ সালের ২৭ অক্টোবর দলীয় কর্মসূচিতে অংশ নেওয়া অবস্থায় তাদের ওপর বোমা হামলা ও মারধর করা হয়। 


নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভুঁইয়া জানান, অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।