ইন্দুরকানীতে ছাত্রশিবিরের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
সৈয়দ বশির আহম্মেদ, (জেলা প্রতিনিধি, পিরোজপুর)
প্রকাশিত: রবিবার ১৭ই নভেম্বর ২০২৪ ১১:২৮ পূর্বাহ্ন
ইন্দুরকানীতে ছাত্রশিবিরের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

পিরোজপুরের ইন্দুরকানীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এক কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার ইসলামিক ছাত্রশিবিরের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে এ শিবিরটি অনুষ্ঠিত হয়। 


কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক মুহম্মদ শফিউল্লাহ। এছাড়াও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইন্দুরকানী উপজেলা আমীর মাওলানা আলী হোসেন, উপজেলা সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুল, পিরোজপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আরেফিন আব্দুল্লাহ, এবং সাবেক উপজেলা সভাপতি সিরাজুল ইসলাম।  


শিবিরের উদ্বোধনী বক্তব্যে ছাত্রশিবিরের ইন্দুরকানী উপজেলা শাখার সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, এ ধরনের শিবির দেশের যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 


এদিনের অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন সাবেক উপজেলা সেক্রেটারি হাফেজ মো: ফয়সাল হোসেন। শিবিরে উপজেলার শতাধিক কর্মী অংশগ্রহণ করেন। 


বক্তারা বলেন, ইসলামী ছাত্রশিবির একটি সৎ ও দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরী করতে অগ্রণী ভূমিকা পালন করছে। তারা কোরআন ও সুন্নাহ ভিত্তিক ইসলামী সমাজ ব্যবস্থা কায়েমের জন্য ইসলামী ছাত্রশিবিরের সদস্যদের সর্বোচ্চ ত্যাগ ও নিষ্ঠা নিয়ে কাজ করার আহ্বান জানান। 


এ কর্মশিবিরটি যুবকদের মধ্যে নৈতিক মূল্যবোধ এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।