পিরোজপুরে ইমাম ও খতিবদের নিয়ে দিনব্যাপী কর্মশালা

নিজস্ব প্রতিবেদক
সৈয়দ বশির আহম্মেদ, (জেলা প্রতিনিধি, পিরোজপুর)
প্রকাশিত: রবিবার ১৭ই নভেম্বর ২০২৪ ১১:২৫ পূর্বাহ্ন
পিরোজপুরে ইমাম ও খতিবদের নিয়ে দিনব্যাপী কর্মশালা

পিরোজপুরে বাছাইকৃত ইমাম ও খতিবদের জন্য দিনব্যাপী একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) সকালে পিরোজপুর আল্লামা সাঈদী ফাউন্ডেশনের সভাকক্ষে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির আয়োজনে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।  


কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার খান মো. আবু নাছের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় ইমাম সমিতির জেলা সভাপতি মাওলানা মুফতী আব্দুল হালিম, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসাইন।  


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সাখাওয়াত হোসেন, পিরোজপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মুহাম্মাদ মনিরুজ্জামান, এবং ইমাম সমিতির পিরোজপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদ।  


এসময় কর্মশালায় বক্তব্য রাখেন জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা এম এ আব্দুল হান্নান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ডা. এম এ সালাম, বরিশাল মহানগরের সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মামুন, ঝালকাঠি জেলা সভাপতি মাওলানা আব্দুল হাই নিজামী সহ অন্যান্য বক্তারা। 


কর্মশালার মাধ্যমে ইমাম ও খতিবদের ধর্মীয় দায়িত্ব, সমাজে তাদের ভূমিকা এবং বিভিন্ন সামাজিক ও নৈতিক বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়। উপস্থিত বক্তারা ইসলামের শান্তি, সৌহার্দ্য এবং সম্প্রতির বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। 


এ কর্মশালা ইমাম ও খতিবদের পেশাগত দক্ষতা উন্নত করার পাশাপাশি ধর্মীয় জ্ঞান ও নৈতিকতার প্রসারিত হতে সাহায্য করবে।