কক্সবাজার শহরের কলাতলী এলাকার একটি আবাসিক হোটেল থেকে জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) ১৯ সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৮ নভেম্বর) বিকালে শহরের ইউনি রিসোর্টের ৫ম তলার হল রুম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা জেলার ৯টি উপজেলার ইউপি সদস্যদের নিয়ে গঠিত সংগঠন 'মেম্বারস অ্যাসোসিয়েশন' এর আলোচনা সভায় অংশ নিচ্ছিলেন।
পুলিশের দাবি, তারা গোপনে বৈঠক করছিলেন এবং এই বৈঠকে ৭০ জন ইউপি সদস্য উপস্থিত ছিলেন। পুলিশ ও অর্ধশতাধিক সমন্বয়ক তাদের হল রুম ঘেরাও করে এবং তল্লাশি ও যাচাই-বাছাই শুরু করে। পুলিশ বলছে, এসব ইউপি সদস্যরা আওয়ামী লীগের সমর্থক এবং গোপনে বৈঠক করার অভিযোগে তাদের আটক করা হয়েছে। তবে, বাকিদের ছেড়ে দেওয়া হলেও কেন তাদের ছেড়ে দেওয়া হয়েছে সে বিষয়ে পুলিশের কোনো স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি।
হোটেলটি ঘেরাও করার পর আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হোটেলের অতিথিরা হোটেল থেকে বেরিয়ে যেতে দেখা যায়। এই ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে বেশ কিছু প্রশ্ন উঠেছে। পুলিশ কর্মকর্তাদের কাছ থেকে উত্তর না পাওয়ার ফলে বিষয়টি আরো রহস্যময় হয়ে ওঠে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান বলেন, "আওয়ামী লীগ সমর্থিত ইউপি সদস্যরা গোপনে বৈঠক করছে— এমন খবরের ভিত্তিতে আমরা অভিযান চালিয়েছি। বৈঠকে যাদের বিরুদ্ধে মামলা ছিল তাদের আটক করা হয়েছে, আর যাদের বিরুদ্ধে মামলা নেই তাদের মুক্তি দেওয়া হয়েছে।"
অপরদিকে, আটক হওয়া ইউপি সদস্যরা বিষয়টি ভিন্নভাবে তুলে ধরেছেন। টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জহির আহমেদ জানান, "আমরা প্রায় ৭০ জন ইউপি সদস্য একত্রিত হয়ে 'মেম্বারস অ্যাসোসিয়েশন' এর আলোচনা সভা করছিলাম। সেখানে দেশের বর্তমান পরিস্থিতি ও কীভাবে আমরা কাজ করতে পারি, সে বিষয়ে আলোচনা হচ্ছিল। হঠাৎ পুলিশ ও সমন্বয়করা ঢুকে আমাদের গালিগালাজ করে আটক করে। যদি আমাদের বৈঠক গোপন হতো, তাহলে আমরা এমন একটি প্রকাশ্য জায়গায় এত বড় অনুষ্ঠান করতে পারতাম না। আমাদের হয়রানি করা হচ্ছে।"
মহেশখালী এলাকার ইউপি সদস্য সেলিম বলেন, "এটি একটি সাধারণ আলোচনা সভা ছিল, যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা অংশ নিয়েছিলেন। তাদের এইভাবে আটক করা খুবই দুঃখজনক। আমরা এর তীব্র নিন্দা জানাই।"
এ ঘটনার পর পুলিশকে সমন্বয়ক পরিচয়ধারী লোকদের উপস্থিতি ও আটককৃতদের বিষয়ে আরো বিস্তারিত তথ্য প্রকাশ করার আহ্বান জানানো হয়েছে, তবে এ বিষয়ে পুলিশ কর্তৃপক্ষ এখনও স্পষ্ট কোনো বক্তব্য দেয়নি।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।