গাজীপুরের কালিয়াকৈরে বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। বিএনপি নেতাকর্মীরা এদিনটি স্মরণীয় করে রাখতে একটি বিশাল র্যালি বের করেন।
র্যালিটি উপজেলার কালিয়াকৈর ট্রাক স্টেশন এলাকা থেকে শুরু হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ বিভিন্ন আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে। পরে র্যালি লতিফপুর এলাকায় এসে শেষ হয়, যেখানে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মজিবুর রহমান।
এছাড়া সভায় বক্তব্য দেন কালিয়াকৈর পৌর বিএনপির সহ-সভাপতি নুরুল ইসলাম সিকদার, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, গাজীপুর জেলা বিএনপির সহ-সভাপতি শামসুল আলম সরকার, উপজেলা বিএনপির সহ-সম্পাদক মিজানুর রহমান শেলীসহ দলের বিভিন্ন নেতৃবৃন্দ।
মজিবুর রহমান তাঁর বক্তব্যে ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক বিপ্লবের তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, "৭ নভেম্বরের বিপ্লব বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা, যখন সিপাহী-জনতা একত্রিত হয়ে জাতির পিতা জিয়াউর রহমানকে বন্দী দশা থেকে মুক্ত করে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছিল।" তিনি আরও উল্লেখ করেন, "এই দিবসের তাৎপর্য আজও আমাদের মাঝে জীবন্ত, এবং বিএনপি আগামী নির্বাচনে জনগণের রায়ে ৩১ দফা বাস্তবায়ন করবে।"
এদিনের র্যালিতে হাজার হাজার বিএনপি নেতাকর্মী ও সমর্থক অংশ নেন, এবং ৭ নভেম্বরের চেতনায় নতুন উদ্যমে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক দেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।