শ্রীমঙ্গলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানববন্ধন, 'বিনা লাভের বাজার' শুরু

নিজস্ব প্রতিবেদক
এহসান বিন মুজাহির জেলা প্রতিনিধি , মৌলভীবাজার
প্রকাশিত: রবিবার ৩রা নভেম্বর ২০২৪ ১০:১৬ অপরাহ্ন
শ্রীমঙ্গলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানববন্ধন, 'বিনা লাভের বাজার' শুরু

শ্রীমঙ্গলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা রবিবার (৩ নভেম্বর) বিকেল ৪টায় চৌমুহনা চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত করেন। তাদের উদ্দেশ্য ছিল 'বিনা লাভের বাজার' আয়োজনের পথে বাধা দেওয়া এবং ব্যানার ছিঁড়ে ফেলার প্রতিবাদ জানানো। মানববন্ধনের সঞ্চালনা করেন আব্দুস সালাম তালুকদার।


বক্তারা জানান, গতকাল তারা শ্রীমঙ্গল কলেজ রোডের জামে মসজিদ সংলগ্ন এলাকায় 'বিনা লাভের বাজার'-এর জন্য পেন্ডাল তৈরি করে ব্যানার লাগান। পরিকল্পনা ছিল রবিবার সকাল ১০টায় বাজার শুরু করার। কিন্তু সকালে এসে তারা দেখতে পান, তাদের পেন্ডালে লাগানো ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে। বক্তারা অভিযোগ করেন, গণঅভুত্থানের ফলে আওয়ামী লীগের পতনের পর শ্রীমঙ্গলে কিছু মানুষ চরম সাহসিকতা দেখিয়ে এই কাজ করেছে।


বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মৌলভীবাজার জেলা প্রতিনিধি তানজিয়া শিশির বলেন, "আমরা ইউএনও এবং থানার কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তারা আমাদের সহযোগিতা করবেন এবং সোমবার থেকে বাজার চালু হবে।" তিনি দাবি জানান, প্রশাসন যেন দ্রুত অপরাধীদের শনাক্ত করে বিচারের আওতায় আনে। 


মানববন্ধনে অংশগ্রহণকারীরা স্পষ্ট করে বলেন, “যদি আমাদের বিরুদ্ধে এসব ন্যাক্কারজনক ঘটনা চলতে থাকে, তাহলে বৃহত্তর আন্দোলনের ডাক দিতে বাধ্য হব।” 


এছাড়া, শ্রীমঙ্গলের ছাত্র নেতারা এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, “আমরা জানতে চাই, কাদের ইন্ধনে এমন ঘটনা ঘটছে। প্রশাসনের কাছে আমাদের দাবি, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।” 


মানববন্ধনটি শেষ হয় সমবেত শ্লোগানের মাধ্যমে, যেখানে ছাত্ররা নিজেদের দাবি আদায়ে দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন। তারা আশা প্রকাশ করেন, শীঘ্রই ‘বিনা লাভের বাজার’ সফলভাবে চালু হবে এবং স্থানীয় জনগণের জন্য একটি সহায়ক পরিবেশ সৃষ্টি করবে।