আগামী ২১ অক্টোবর থেকে রমনা মেইল (লোকাল) ট্রেনটি চালু হতে যাচ্ছে। রেল সূত্রে জানা গেছে, এই ট্রেনটিতে ৮টি কোচ সংযোজন করা হয়েছে, যা বিভিন্ন স্টেশন থেকে যাত্রী পরিবহন করবে।
নতুন রুটে ট্রেনটি পার্বতীপুর থেকে শুরু হয়ে বদরগঞ্জ, রংপুর, কাউনিয়া, তিস্তা, রাজারহাট, কুড়িগ্রাম এবং উলিপুর হয়ে রমনা বাজার স্টেশনে পৌঁছাবে। পার্বতীপুর থেকে সকাল ৭টায় যাত্রা শুরু করে, এটি সকাল ১১টা ৪০ মিনিটে রমনা বাজারে পৌঁছাবে।
রমনা বাজার থেকে দুপুর ১২টায় ফের যাত্রা শুরু করে, এটি বিকেল ৩টা ১৫ মিনিটে রংপুর পৌঁছাবে। রংপুরে পৌঁছে ট্রেনটি পঞ্চগড়গামী দোলনচাপা এক্সপ্রেসের সঙ্গে কানেকশন সুবিধা প্রদান করবে। কুড়িগ্রাম থেকে বিকেল ৫টা ২০ মিনিটে ট্রেনটি পার্বতীপুরের উদ্দেশ্যে যাত্রা করবে এবং রাত ৮টা ৩০ মিনিটে পৌঁছাবে।
নতুন ট্রেনটি উল্লিখিত সকল স্টেশনে থামবে, যা স্থানীয় যাত্রীদের জন্য একটি বড় সুবিধা হবে। রেলের এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে, এবং যাত্রীদের ভ্রমণ ব্যবস্থাপনায় সুবিধা আসবে বলে আশা করা হচ্ছে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দাদের মাঝে উল্লাস তৈরি হয়েছে, এবং ট্রেনটির চালুর অপেক্ষায় তারা।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।