কুড়িগ্রামের উলিপুরে এইচপিভি (হিউম্যান প্যাপিলোমা ভাইরাস) টিকাদান ক্যাম্পেইনকে সফল করতে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ অক্টোবর সোমবার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হারুণ অর রশিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আশরাফুল আলম, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা সাবিনা আক্তার এবং সাহেবের আলগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাফফর হোসেন রহমান।
সভায় জানানো হয়, সরকারের উদ্যোগে ৫ম থেকে ৯ম শ্রেণীতে পড়ুয়া ছাত্রীরা যাদের বয়স ১০ থেকে ১৪ বছর, তাদের জন্য বিনামূল্যে এইচপিভি টিকার একক মাত্রা প্রদান করা হবে। ডাঃ হারুণ অর রশিদ বলেন, "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এই উদ্যোগ জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে অত্যন্ত কার্যকর। বিশ্বব্যাপী পরীক্ষিত ও নিরাপদ এই টিকা তরুণীদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
সভায় আরও জানানো হয়, টিকা নিতে আগ্রহী কিশোরীদের জন্য অনলাইনে নিবন্ধনের ব্যবস্থা করা হয়েছে, যা ইতোমধ্যে শুরু হয়েছে। আগামী ২৪ অক্টোবর থেকে টিকাদান ক্যাম্পেইন শুরু হবে।
প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দও সভায় উপস্থিত ছিলেন, যা এই ক্যাম্পেইনের প্রচারে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে। উলিপুরের স্বাস্থ্য বিভাগের এই উদ্যোগকে সমর্থন জানিয়ে উপস্থিত সকলেই সুষ্ঠু ও সফল ক্যাম্পেইনের প্রত্যাশা ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।