সংস্কারের মাধ্যমে স্বপ্নের দেশ বাস্তবায়নের পক্ষে-সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক
আলমগীর হোসেন - ঠাকুরগাঁও সদর
প্রকাশিত: শনিবার ১৪ই সেপ্টেম্বর ২০২৪ ০৮:৩৬ অপরাহ্ন
সংস্কারের মাধ্যমে স্বপ্নের দেশ বাস্তবায়নের পক্ষে-সারজিস আলম

"ছাত্র আন্দোলনের এই সিস্টেম সংস্কার ঘর থেকে শুরু হয়ে জেলায় পৌঁছাবে, জেলা থেকে বিভাগে, বিভাগ থেকে রাষ্ট্রে পৌঁছাবে। তখনই আমরা আমাদের স্বপ্নের দেশ বাস্তবায়ন করতে পারব," বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম। তিনি ১৪ সেপ্টেম্বর শনিবার বিকেলে ঠাকুরগাঁও জিলা স্কুল বড় মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত এই সভার মূল উদ্দেশ্য ছিল গণঅভ্যুত্থানের প্রেরণায় শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র ও নাগরিকদের মতবিনিময়। সারজিস আলম বলেন, "দেশের সিস্টেমকে সংস্কার করতে হলে তা ঘর থেকেই শুরু করতে হবে। সময়ের প্রয়োজনে আমরা রাজপথে নেমেছি, অনেক আত্মত্যাগ করেছি। কিন্তু সামনের বাংলাদেশে মেধাবীদের অবশ্যই জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করতে হবে।"


তিনি আরও বলেন, "এই আন্দোলন শুধু ঠাকুরগাঁও থেকেই শুরু হবে না, পুরো দেশজুড়ে ছড়িয়ে পড়বে। মানুষকে পোশাক, দাড়ি-টুপি কিংবা রাজনৈতিক দলের ভিত্তিতে নয়, কাজের ভিত্তিতে বিচার করতে হবে। দেশের উন্নতির জন্য নিজেদের সমস্যাগুলো খুঁজে বের করে সমাধান করতে হবে।"


ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের হাতে নিরীহ মানুষের মৃত্যু নিয়ে ক্ষোভ প্রকাশ করে সারজিস আলম বলেন, "সীমান্তে হত্যার প্রতিটি গুলির বিচার আমরা চাই। খুনি হাসিনা এবং যারা ভারতের সেবাদাস হয়ে কাজ করেছে, তাদের বিচারও করতে হবে।"


মতবিনিময় সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ, যেমন রাকিব রানা মাসুদ, মিশু আলী সুহাস, এবং হাজারো ছাত্রছাত্রী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। ছাত্র জনতার ঐতিহাসিক “কোটা না মেধা” স্লোগানের মধ্য দিয়ে সারজিস আলম তার বক্তব্য শেষ করেন।