সিরাজগঞ্জের চাঞ্চল্যকর হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
পারভেজ সরকার স্টাফ রিপোর্টার
প্রকাশিত: শনিবার ১৪ই সেপ্টেম্বর ২০২৪ ০৩:২৩ অপরাহ্ন
সিরাজগঞ্জের চাঞ্চল্যকর হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দোকানের কর্মচারী শামিম শেখকে অপহরণ, হত্যা ও অর্থ লুটের মামলায় আমৃত্যু সাজাপ্রাপ্ত আসামী ইসমাইল শেখ (২৬) গ্রেফতার হয়েছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) এর সদস্যরা বিশেষ অভিযানের মাধ্যমে ইসমাইল শেখকে আটক করে। শনিবার (১৪ সেপ্টেম্বর) র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার এম আবুল হাশেম সবুজ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।


গ্রেফতারকৃত ইসমাইল শেখ, যিনি রাসেল শেখ নামেও পরিচিত, সিরাজগঞ্জ পৌরসভার মাহমুদপুর ২নং গলির বাসিন্দা এবং মৃত সাইফুল শেখের ছেলে। র‌্যাব-১২ জানিয়েছে, ইসমাইল শেখের বিরুদ্ধে সিরাজগঞ্জের চাঞ্চল্যকর হত্যা ও অর্থ লুটের অভিযোগে আমৃত্যু কারাদণ্ডের আদেশ ছিল।


২০১৬ সালের ২৫ জুন, সিরাজগঞ্জের আলাউদ্দিন স্টোরের কর্মচারী শামিম শেখ দোকানের বকেয়া টাকা সংগ্রহের জন্য উল্লাপাড়ায় যান। রাত ১০টার দিকে তার পরিবারের সঙ্গে শেষবারের মতো কথা হয়। পরের দিন, উল্লাপাড়ার বড়হর দক্ষিণপাড়া থেকে শামিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় শামিমের বাবা শামসুল হক বাদী হয়ে উল্লাপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


র‌্যাব-১২ এর প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মামলার পর র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র‌্যাব-১২ সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর গোল চত্বর এলাকায় অভিযান চালিয়ে চাঞ্চল্যকর এই মামলার আসামী ইসমাইল শেখকে গ্রেফতার করে। আদালত কর্তৃক সাজা প্রদানের মাত্র ১৫ দিনের মধ্যেই তাকে আটক করা হয়। 


গ্রেফতারের সময় আসামীর কাছ থেকে ২টি মোবাইল ফোন, ৪টি সিম কার্ড এবং নগদ ১,৪৮০ টাকা উদ্ধার করা হয়েছে। র‌্যাব জানিয়েছে, উদ্ধারকৃত আলামতসহ আসামীকে আইনি প্রক্রিয়ার জন্য সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। 


এই সফল অভিযানের মাধ্যমে স্থানীয় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। হত্যাকাণ্ডের দীর্ঘদিন পর অপরাধী গ্রেফতার হওয়ায় এলাকাবাসী এবং ভুক্তভোগী পরিবার র‌্যাবের কার্যক্রমের প্রশংসা করেছে।