খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ সেপ্টেম্বর রবিবার রাত ৮টা নাগাদ পানছড়ি ৩ নং সদর ইউনিয়ন পরিষদ হল রুমে এ সভা আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন। তিনি সভায় ব্যবসায়ীদের নতুন ভাবনা ও চেতনা নিয়ে ব্যবসা পরিচালনার পরামর্শ দেন। তিনি বলেন, "আগের দিনের ব্যবসার ধ্যান-ধারণা পরিবর্তন করে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার ব্যবসা চালু করতে হবে।"
পানছড়ি বাজার ব্যবসায়ী জয় প্রসাদ দেবের সভাপতিত্বে এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ, সিনিয়র সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম, সহ-সভাপতি মোঃ নুরুল কায়েস শিমুল। এছাড়া বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুল আজিজ, আহম্মদ সৈয়দ, মোঃ সেলিম, মোঃ আব্দুল করিম, মোঃ ইসমাইল, ও জীবন রায় সভায় বক্তব্য রাখেন।
সভায় প্রধান অতিথি আরও বলেন, "পানছড়ি বাজার উন্নয়ন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যদের অনুপস্থিতির কারণে বাজার পরিচালনা উন্নয়ন কমিটির দ্রুত গঠন প্রয়োজন।" তিনি আরও বলেন, "বিএনপির প্রতি আস্থা রাখুন, পাশাপাশি সচেতন থাকুন যেনো কেউ বর্তমান পরিস্থিতিকে ঘোলাটে করতে না পারে।"
উল্লেখযোগ্য যে, এই মতবিনিময় সভায় উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বাজারের সর্বস্তরের ব্যবসায়ী বৃন্দ উপস্থিত ছিলেন।
এই আলোচনা সভা থেকে স্পষ্ট যে, পানছড়ি বাজারে ব্যবসায়ীদের সঙ্গে সম্পর্কিত নানা ইস্যুতে আরো উন্নত চিন্তাভাবনা ও উদ্ভাবনী সমাধান নিয়ে আলোচনা প্রয়োজন, যা বাজারের ব্যবসার অগ্রগতিতে সহায়ক হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।