কথিত সমন্বয়কসহ তিনজনকে ফেন্সিডিলসহ আটক, অভিযান অব্যাহত

নিজস্ব প্রতিবেদক
জেলা প্রতিনিধি , নীলফামারী
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৫ই সেপ্টেম্বর ২০২৪ ১১:৩৩ পূর্বাহ্ন
কথিত সমন্বয়কসহ তিনজনকে ফেন্সিডিলসহ আটক, অভিযান অব্যাহত

নীলফামারীর সৈয়দপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক পরিচয় দেয়া এক কিশোরসহ তিনজনকে ফেন্সিডিলসহ আটক করেছে স্থানীয়রা। বুধবার (৪ আগস্ট) রাতে সৈয়দপুর থানার পরিদর্শক (তদন্ত) আখতার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।


আটককৃতরা হলেন— বৈষম্যবিরোধী আন্দোলনের সৈয়দপুর উপজেলার সমন্বয়ক হিসেবে পরিচয় দেয়া রাফায়েতুজ্জামান রিফাত (১৬), তার বড় ভাই ইরফান রাব্বি (২৮) এবং একই এলাকার আসাদ হোসেন (২৮)।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, তিনজন যুবক একটি মোটরসাইকেলের সিটের নিচে ৫ বোতল ফেন্সিডিল নিয়ে সৈয়দপুর শহরের দিকে যাচ্ছিলেন। নিমতলা বাজার এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেল থেকে একটি ফেন্সিডিলের বোতল রাস্তায় পড়ে যায়। স্থানীয়রা তা দেখে তাদের আটক করে। এসময় রাফায়েতুজ্জামান রিফাত নিজেকে ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে স্থানীয়দের সাথে তর্কে জড়িয়ে পড়েন।


পরিস্থিতি উত্তপ্ত হলে স্থানীয়রা তাদের মারধর করে এবং মোটরসাইকেল থেকে আরও চার বোতল ফেন্সিডিল বের করে। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ এসে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।


অতিরিক্ত তদন্তকারী কর্মকর্তা জানান, বুধবার সন্ধ্যায় ৫ বোতল ফেন্সিডিলসহ তিনজন যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।