বাগেরহাটে থেকে নামতে শুরু করছে বন্যার পানি

নিজস্ব প্রতিবেদক
জেলা প্রতিনিধি-বাগেরহাট
প্রকাশিত: সোমবার ২৬শে আগস্ট ২০২৪ ০৯:৩৭ অপরাহ্ন
বাগেরহাটে থেকে নামতে শুরু করছে বন্যার পানি

বাগেরহাটে নামতে শুরু করেছে বন্যার পানি। সোমবার (২৬ আগস্ট) সারা দিন বৃষ্টি না থাকায় পানি নামতে শুরু করেছে বলে জানান স্থানীয়রা।তবে গতকাল রোববার ভারি বর্ষণে বাগেরহাট শহরের বেশিরভাগ এলাকা তলিয়ে গিয়েছিল। এতে শহরের প্রধান প্রধান সড়ক তলিয়ে যাওয়ার পাশাপাশি পানিবন্দি হয়ে পড়েছে অনেক এলাকার মানুষ। জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েছেন শহরবাসী।


গত শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত মুশলধারে বৃষ্টিতে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। শহরের পাশাপাশি জেলার নিম্নাঞ্চল পানিতে নিমজ্জিত হয়েছে। সঠিকভাবে বৃষ্টির পানি নামতে না পারায় ভোগান্তিতে পানিবন্দি হয়ে পড়েছেন অনেক মানুষ।



ভারি বর্ষণের পানিতে প্লাবিত হয়েছে বাগেরহাট সদর, রামপাল, মোরেলগঞ্জ, শরণখোলা, মোংলা ও কচুয়ার নিম্নাঞ্চল। পানিতে অনেকের পুকুর ও মাছের ঘের তলিয়ে গেছে।এদিকে গেল তিনদিন ধরে জোয়ারের পানিতে দিনে দুবার প্লাবিত হচ্ছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন। তবে এতে বন্য প্রাণীদের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির।