পটুয়াখালীতে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভুয়া নার্সদের অপসারণের দাবিতে স্মারক লিপি প্রদান ও মানববন্ধন করেছে সচেতন নার্স ও মিডওয়াইফ সমাজ।
সোমবার (১৯ আগষ্ট) বেলা ১২ টায় শহরের কলাতলা এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু করে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এসময় মানববন্ধনে নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বলেন, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে স্বাস্থ্য সেবা নিতে এসে ভুয়া ও অনিবন্ধিতদের কাছে নার্সিং নিয়ে প্রতারিত হচ্ছে মানুষ। হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের কাজ থেকে থেকে টাকা নিলেও দিচ্ছে না মানসম্মত সেবা। এছাড়া হাসপাতাল মালিকরা স্বল্প বেতনে ভুয়া ও অনিবন্ধিত ব্যক্তিদের নার্স হিসেবে নিয়োগ দেয়ায়মিডওয়াইফরা হাসপাতাল গুলোতে যথাযথ সম্মান কিংবা বেতন পাচ্ছে না। তাই আগামী ২৪ ঘন্টার মধ্যে ভুয়া নার্সদের বিরুদ্ধে অভিযান পরিচালনার দাবি জানান তারা।
পরে জেলা সিভিল সার্জন ও জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করেন সচেতন নার্স ও মিডওয়াইফরা।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।