মুসলিম উম্মাহর অন্যতম ধর্মীয় অনুষ্ঠান জুমুয়া'তুল বিদা যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ৫ এপ্রিল শুক্রবার সারাদেশের মত উল্লাপাড়া শহর কেন্দ্রীয় জামে মসজিদেও এ জুমুয়া'তুল বিদা পালিত হয়।
হাজার হাজার মুসল্লী এতে অংশ গ্রহন করেন। মসজিদে স্থান সংকুলান না হওয়ায় মুসল্লীদের ভোগান্তিতে পড়তে হয়েছে। এতে অনেকে জায়গা না পেয়ে মসজিদ সংলগ্ন রাস্তা বা মসজিদের বাইরের দেয়াল ঘেঁষে জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করেন।
বাদ জুমুয়া' মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মহান আল্লাহর দরবারে প্রার্থনার সময় মুসল্লীরা কান্নায় ভেঙ্গে পড়েন। আমিন আমিন ধ্বনিতে মসজিদ এবং এর আশেপাশের এলাকা ধ্বনিত হতে থাকে।
উল্লেখ্য, রমজান মাসের শেষ শুক্রবার এ জুমুয়া'তুল বিদা পালিত হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।