নড়াইলে খেজুরের রস খেয়ে ছয় শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। রোববার (২৮ জানুয়ারি) দুপুরের দিকে তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বাড়ি নড়াইল সদর উপজেলার চরবিলা গ্রামে এবং প্রত্যেকেই পার্শ্ববর্তী শাহাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
জানা গেছে, রোববার দুপুরে সদর উপজেলা শাহাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির রেজওয়ান মন্ডল (১৫), নাহিদ (১৮), ইমন (১৮), তামিন (১৫) এবং নবম শ্রেণির শিক্ষার্থী ফাহিম (১৫) ও মুবিন (১৮) মিলে স্কুলের পাশের একটি খেজুর গাছ থেকে কাচা রস পেড়ে খায়। খাওয়ার পর পরই তারা চোখে ঝাপসা, মাথাঘোরা ও বমিসহ অসুস্থ হয়ে পড়ে। পরে স্কুলের দপ্তরীসহ স্থানীয়রা তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের ভর্তি করে।
অসুস্থ শিক্ষার্থী তামিন জানায়, গাছ থেকে রস পেড়ে আমি প্রথম খাই। পরে ওরা সবাই খেয়েছে। খাওয়া শেষে যখন স্কুলের দিকে রওনা দিছি স্কুলের কাছের একটা বাড়ি পর্যন্ত এলে আমি চোখে ঝাপসা দেখছি, মাথা ঘোরাচ্ছে এবং উল্টাপাল্টা বলতে থাকি। পরে ওখান থেকে আমাদের হাসপাতালে নিয়ে আসা হয়। এখন একটু সুস্থ।
রেজওয়ান জানায়, রস খাওয়ার ঘণ্টাখানেক পর থেকে আমাদের মাথা ঘোরা শুরু হয় এবং বমি হয়। তারপর আমরা হাসপাতালে আসি।
এ ব্যাপারে নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. রেজওয়ানুল হক বলেন, অসুস্থ ছয় শিক্ষার্থীকে পরীক্ষা-নিরীক্ষা শেষে হাসপাতালে ভর্তি রাখি। এখন তারা সবাই সুস্থ। আমরা ধারণা করছি খেজুরের রস খেয়ে তাদের পেটে কোনো সমস্যা হয়েছে। অথবা খেজুরের রসে হয়তো কিছু মেশানো ছিল যা খেয়ে তারা অসুস্থ হয়েছে। আর নিপাহ্ ভাইরাস সাধারণত খাওয়ার সাথে সাথে হয় না। দুই থেকে তিনদিন পর উপসর্গগুলো দেখা দেয়। আমরা আপাতত নিপাহ্ ভাইরাসের মতো তেমন কিছু মনে করছি না।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।