সিরাজগঞ্জের তাড়াশে একরাতে দুধের বাছুর সহ ৬টি বড় গরু চুরি হয়েছে। এ ঘটনায় তাড়াশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তোভোগী কৃষক।
জানা গেছে, উপজেলার ৭ নং মাধাইনগর ইউনিয়নে ঝুড়ঝুড়ি গ্রামের কৃষক আলহাজ ওমর আলী সেখের গোয়াল ঘরের তালা ভেংগে প্রায় চার লাখ টাকার মূল্যের ৬টি গরু চোরে নিয়ে যায়।
কৃষক মো: ওমর আলী শেখ বলেন, ‘ তিনি প্রতিদিনের মতো শনিবার রাত সাড়ে ১০টার দিকে ঘুমাতে যাওয়ার আগে গরুগুলোকে গোয়াল ঘরে বেঁধে রেখে ঘুমাতে যান। ভোরে ফজর নামাজ পড়ার জন্য উঠে দেখেন গোয়াল ঘরের দরজার তালা কাটা, এতে তার সন্দেহ হলে খোজ নিয়ে দেখেন আটটি গরুর মধ্যে ছোট্র বাছুর সহ ৬টি গরু নেই।গ্রামের লোকজনের সহায়তায় অনেক খোজাখুজি করেও গরুগুলোর সন্ধান না পেয়ে তিনি হতাশ হয়ে পড়েন। উপায় অন্তর না দেখে তিনি তাড়াশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
লিখিত অভিযোগে জানা যায়, চুরি হওয়া গরুর আনুমানিক মূল্য প্রায় চার লাখ টাকার মতো। গরুগুলোর মধ্যে, কালো রঙের দুধের একটি গাভীসহ বাছুর-যার মূল্য আনুমানিক এক লাখ ২০ হাজার টাকা, কালো রঙের দু’টি গাভী যার আনুমানিক মূল্য ৮৫ হাজার টাকা, লাল রঙের একটি গাভী -যার আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা ও কালো রঙের একটি ষাড় যার আনুমানিক মূল্য এক লাখ ১০ হাজার টাকা।
তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরে আলম লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।