মাদারীপুরের শিবচরের পদ্মা নদী থেকে গত দুদিনে ৪৯ হাজার মিটার ইলিশ ধরার জাল জব্দ করেছে শিবচর উপজেলা মৎস্য অফিস।
বৃহস্পতিবার থেকে আজ শুক্রবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে নদীর বিভিন্ন স্থান থেকে এই জাল উদ্ধার করা হয়। পরে নদীর পাড়ে এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
শিবচর মৎস্য অফিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শিবচরের পদ্মা নদীর বিভিন্ন অংশে অভিযান চালিয়ে ২৮ হাজার মিটার জাল ও ৩ কেজি ইলিশ জব্দ করা হয়। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত ফের অভিযান চালিয়ে আরও ২১ হাজার মিটার জাল জব্দ করে মৎস্য অফিস। জালগুলো নদীতে পাতা ছিল। অভিযানের খবর পেয়ে আগেই জেলেরা পালিয়ে যায়।
শিবচর উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম জানান, গত দুই দিন অভিযান চালিয়ে ৪৯ হাজার মিটার জাল জব্দ করা হয়। পরে পুড়িয়ে ধ্বংস করা হয় ওই জাল। তবে কোনো জেলে আটক হয়নি।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।