পিরোজপুরে গরু মোটাতাজাকরণ প্রশিক্ষণ কর্মশালা শুরু

নিজস্ব প্রতিবেদক
সৈয়দ বশির আহম্মেদ, উপজেলা প্রতিনিধি কাউখালি (পিরোজপুর)
প্রকাশিত: শনিবার ২০শে মে ২০২৩ ০৭:২৪ অপরাহ্ন
পিরোজপুরে গরু মোটাতাজাকরণ প্রশিক্ষণ কর্মশালা শুরু

পিরোজপুরের ইন্দুরকানি উপজেলায় ঈদুল আযাহকে সামনে রেখে চার দিন ব্যাপী গরু মোটাতাজাকরণ কর্মকা-ের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। 


শনিবার সকাল দশটায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। উপজেলা (বিআরডিবি) কর্মকর্তা মনজুর এলাহী এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেছা খানম। 


বিশেষ অতিথি ছিলেন ইন্দুরকানি থানা অফিস ইনচার্জ এনামুল হক, প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ মহিদুল ইসলাম খান, ইন্দুরকানি প্রেসক্লাব সভাপতি এস এম ফারুক হোসেন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান সহ আরো অনেকে ।


এ সময় বক্তারা আসন্ন ঈদুল আযাহকে সামনে রেখে গরু মোটাতাজাকরণ এর গুরুত্ব সম্পর্কে প্রশিক্ষণার্থিদের মাঝে বিভিন্ন দিক তুলে ধরেন। এবং সঠিক নিয়মে কিভাবে গরু মোটাতাজাকরণ করা যায় সে বিষয়ে প্রশিক্ষকদের সঠিক তথ্য দেয়ার জন্য অহবান জানান। 


এই প্রশিক্ষণ ২০ মে থেকে শুরু হয়ে চলবে আগামী ২৩ মে পর্যন্ত। এই প্রশিক্ষনে ৪০ জন খামারীকে প্রশিক্ষন দেয়া হচ্ছে।