ভূরুঙ্গামারীতে তেল জাতীয় ফসলের উৎপাদন বাড়াতে কৃষাণ-কৃষাণীদের নিয়ে সভা

নিজস্ব প্রতিবেদক
শামসুজ্জোহা সুজন , উপজেলা প্রতিনিধি, (ভূরুঙ্গামারী) কুড়িগ্রাম
প্রকাশিত: বুধবার ১২ই এপ্রিল ২০২৩ ০৫:১৩ অপরাহ্ন
ভূরুঙ্গামারীতে তেল জাতীয় ফসলের উৎপাদন বাড়াতে কৃষাণ-কৃষাণীদের নিয়ে সভা

ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমিয়ে আনতে তেল জাতীয় ফসলের উৎপাদন বাড়াতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কৃষাণ-কৃষাণীদের নিয়ে মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার আন্ধারীঝাড় হাফিজিয়া মাদ্রাসা মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। 


কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামার বাড়ি কুড়িগ্রামের উপপরিচালক বিপ্লব কুমার মোহন্তের সভাপতিত্বে আলোচনা সভায় কুড়িগ্রাম জেলা প্রশাসক সাইদুল আরীফ, জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা শামসুজ্জামান, তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের রংপুর অঞ্চলের মনিটরিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রমুখ বক্তব্য রাখেন।


অন্যদের মধ্যে ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী, ইউএনও দীপক কুমার দেব শর্মা, কৃষি কর্মকতা সুজন কুমার ভৌমিক, ওসি নজরুল ইসলাম, আন্ধারীঝাড় ইউপি চেয়ারম‍্যান জাবেদ আলী মন্ডল, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক, কৃষক প্রতিনিধি আশরাফুল আলম সহ উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা দুই ফসলি জমিকে তিন ফসলি জমিতে পরিণত করে সেখানে তেল জাতীয় ফসলের উৎপাদন বাড়ানোর প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরেন।