টাঙ্গাইলে হাতেখড়ি প্রি-প্রাইমারি স্কুল ভালোবাসা দিবসে ব্যতিক্রমী এই আয়োজন করে । মায়ের পা ধুয়ে ‘বিশ্ব ভালোবাসা দিবস’ পালন করল দেড় শতাধিক শিশু। শহরের সন্তানেরা পা ধুয়ে মায়ের গলায় মেডেল পরিয়ে দিল সন্তানেরা
আজ মঙ্গলবার শহরের এসপি পার্কে এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার। অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ সরোয়ার আলম। স্কুলটির পরিচালনা পরিষদের উপদেষ্টা জাফর আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল পৌর মেয়র এস এম সিরাজুল হক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, জেলা শিক্ষা অফিসার লায়লা খানম, রাইট ফেয়ার স্কুলের চেয়ারম্যান ফরিদ আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জান্নাত জিরিয়া খান।
সকাল থেকে মা-বাবার হাত ধরে শিশু শিক্ষার্থীরা পার্কে উপস্থিত হয়। সকাল ১০টায় পার্কে সারিবদ্ধ হয়ে বসেন দেড় শতাধিক মা। তাঁদের সন্তানেরা মগে পানি নিয়ে একসঙ্গে নিজ নিজ মায়ের পা ধুয়ে ভালোবাসা প্রকাশ করে। পরে মায়েদের গলায় মেডেল পরিয়ে দেয় তাঁরা
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।