বাংলাদেশ ইতিহাস সম্মিলনী সংগঠনের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড.মুনতাসীর মামুন বলেছেন, দেশের অধিকাংশ কলেজে ইতিহাসের শিক্ষক নেই। ইতিহাস পড়ানো হয় অন্য শিক্ষক দিয়ে,যাদের ইতিহাস বিষয়ে কোন ধারনা নেই। এবিষয়ে তিনি শিক্ষা মন্ত্রীকে পদক্ষেপ নিতে বলেছেন। পড়াশোনা ছাড়া শিক্ষক হওয়া যায় না, চাকরি করা যায়। বাসায় শুধু চেকবই নয়-পড়ারও বই রাখতে হবে।
শনিবার বেলা ১১ টায় কুয়াকাটা পর্যটন কর্পোরেশন যুব পান্থনিবাস হাল রুমে বাংলাদেশ ইতিহাস সম্মিলনী বরিশাল বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস শিক্ষার্থীর মাঝে তুলে ধরার জন্য শিক্ষকদের প্রতি অনুরোধ জানান। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, একজন আদর্শবান শিক্ষক কখনো ক্লাস ফাঁকি দেন না। তার সর্বোচ্চ দিয়ে শিক্ষার্থীদের শিক্ষা দান করে। যে শিক্ষা শিক্ষার্থীদের জীবন বদলে দেবে।
দিনব্যাপী ইতিহাস সম্মেলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইতিহাস সম্মিলনী বরিশাল বিভাগের সভাপতি অধ্যাপক খোন্দকার অলিউল ইসলাম। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন,বাংলাদেশ ইতিহাস সম্মিলনী কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ড.মো.মাহাবুব রহমান, সহ-সভাপতি অধ্যাপক ড.মো.মনিরুজ্জান শাহীন।
অসাম্প্রদায়িক ও গণমুখী ইতিহাস চর্চার জাতীয় প্রতিষ্ঠান বাংলাদেশ ইতিহাস সম্মিলনী বরিশাল বিভাগীয় এ সম্মেলনে বরিশাল বিভাগের বিভিন্ন কলেজের ইতিহাস বিভাগের অধিকাংশ শিক্ষক উপস্থিত ছিলেন।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বরিশাল বিভাগের স্থানীয় মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, ঐতিহ্য রক্ষায় বিভিন্ন বিষয়ের ওপর পাঁচটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। পরে স্থানীয় শিল্পীদের অংশগ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।