হিজলায় নদীর তীরের মাটি কাটার অপরাধে ১জন আটক

নিজস্ব প্রতিবেদক
তালুকদার মামুন, নিজস্ব প্রতিনিধি হিজলা (বরিশাল)
প্রকাশিত: মঙ্গলবার ২৪শে জানুয়ারী ২০২৩ ০৫:০৬ অপরাহ্ন
হিজলায় নদীর তীরের মাটি কাটার অপরাধে ১জন আটক

বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের কাইচমারচর এলাকায় মেঘনা নদীর তীরের মাটি অবৈধভাবে কাটার অপরাধে একজনকে আটক করেছে, হিজলা নৌ পুলিশের সদস্যরা। আটক হওয়া ব্যক্তির নাম শিপন বেপারী(২৫)। সে বড়জালিয়া ইউনিয়নের মেঘনা বাজার এলাকার নওয়াব আলী বেপারীর ছেলে। 


ঘটনার ব্যাপারে হিজলা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ চন্দ্র দে প্রতিবেদককে জানান, মঙ্গলবার ২৪ জানুয়ারি ভোরে তিনি তার ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালান। এসময় কাইচমা এলাকায় মেঘনা নদীর তীরের মাটি অবৈধভাবে কেটে ট্রলারে উঠানোর সময় শিপন বেপারীকে আটক করা হয়েছে। তার সাথে অন্য সদস্যরা দৌড়ে পালিয়ে যায়। 


তিনি আরো জানান, অবৈধ মাটি বোঝাই ট্রলারসহ মাটি কাটায় ব্যবহৃত অন্যান্য মালামাল জব্দ করা হয়েছে। পাশাপাশি আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।