টাঙ্গাইলের ভূঞাপুরে সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ে নিহত হয়েছে। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকেলে ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতুপূর্ব সড়কের উপজেলার বাগবাড়ি সেতুর ওপর তেলবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মা-মেয়েসহ দুইজন নিহত হয়। আহত হয় আরও চার জন। আহতদের উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে৷
নিহতরা হলেন- উপজেলার বিলচাপড়া গ্রামের মোঃ শহিদুল ইসলাম স্ত্রী পারুল বেগম (৩৫) এবং তাদের মেয়ে ছোঁয়া মনি (৩)।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফরিদুল ইসলাম জানান, নিহত পারুল বেগম তার কন্যাশিশুকে নিয়ে ভ্যানগাড়ি যোগে বিকেল সাড়ে তিনটার দিকে গ্রামের বাড়ি বিলচাপড়া যাচ্ছিলেন। এসময় তাদের বহনকারী ভ্যানগাড়িটি ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু সড়কের বাগবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় ।
তিনি আরও জানান, এ ঘটনায় ঘাতক ট্রাক ও চালককে আটকের চেষ্টা চলছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।