দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সাথে মেয়রের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক
মইনুল হক মৃধা, জেলা প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৯শে সেপ্টেম্বর ২০২২ ০৩:৩০ অপরাহ্ন
দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সাথে মেয়রের মতবিনিময়

আসন্ন শারদীয় দূর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবালম্বীর নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেছেন গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল। বুধবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পৌরসভার সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


গোয়ালন্দ পৌরসভার মেয়র মো.নজরুল ইসলামের সভাপতিত্বে  এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব ঘোষ, গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মো. ছিদ্দিক মিয়া, পৌরসভার সচিব মো. রুহুল আমিন,


উপজেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. হুমায়ূন কবির পলাশ, পৌর কাউন্সিলর মো. নিজাম উদ্দিন, কার্তিক ঘোষসহ পৌরসভার সকল পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।সভায় মেয়র নজরুল ইসলাম মন্ডল বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী গোয়ালন্দ পৌরসভায় ১৬টি পূজা মণ্ডপে সুষ্ঠু এবং সুশৃঙ্খলভাবে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।


নিরাপত্তার ব্যাপারে প্রশাসন ও পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলে তাদের প্রয়োজনীয় বিষয়াদি পূরণের ব্যবস্থা করা হচ্ছে। সব মণ্ডপে যেন পর্যাপ্ত আলোক ব্যবস্থা এবং সিসি ক্যামেরার আওতায় আনা যায় সে নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া বিসর্জনে যেন কোন অসুবিধা না হয সে ব্যাপারে উদ্যোগ নেয়া হয়েছে।উল্লেখ্য, গোয়ালন্দ উপজেলায় মোট ২৩ মন্ডপে শারদীয় দূর্গাপুজা উদযাপন হবে। এরমধ্যে ১৬টি পূজামন্ডপ পৌরসভার মধ্যে রয়েছে।