রাজবাড়ীতে গণস্বাস্থ‍্য কেন্দ্রের বার্ষিক কাজের অগ্রগতি প্রতিবেদন সভা

নিজস্ব প্রতিবেদক
মইনুল হক মৃধা, জেলা প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশিত: মঙ্গলবার ২০শে সেপ্টেম্বর ২০২২ ০৩:৩০ অপরাহ্ন
রাজবাড়ীতে গণস্বাস্থ‍্য কেন্দ্রের বার্ষিক কাজের অগ্রগতি প্রতিবেদন সভা

রাজবাড়ীর দৌলতদিয়া গণস্বাস্থ‍্য কেন্দ্রের প্রকল্পের বার্ষিক কার্যক্রমের প্রতিবেদন সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১ টায় ডাউফরসিডা প্রকল্পের আওতায় চির সাপোর্ট কমিটি ফ্রান্সের আর্থিক সহযোগিতায় দৌলতদিয়া গণস্বাস্থ‍্য কেন্দ্রের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়েছে। 


জেলা এনজিও সমন্বয় মাসিক সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহবুর রহমান শেখ এর সভাপতিত্বে দৌলতদিয়া গণস্বাস্থ‍্য কেন্দ্রের ব‍্যবস্থাপক মো. জুলফিকার আলী  প্রকল্পের বাৎসরিক কার্যক্রম সম্পর্কে উপস্থিত সকলকে অবহিত করেন। এসময় আরো উপস্থিত ছিলেন, দৌলতদিয়া গণস্বাস্থ‍্য কেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সৌরভ কুমার বিশ্বাসসহ জেলা পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তা ও জেলার সকল এনজিও প্রধানগণ।


আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, গণস্বাস্থ‍্য কেন্দ্র দৌলতদিয়ায় অবস্থিত সুবিধাবঞ্চিত পূর্বপাড়ার বাসিন্দাদের স্বাস্থ‍্যসেবা নিশ্চিত করণে যে ভূমিকা রেখেছে সেটা খুবই প্রশংসনীয়, সেক্ষেত্রে এমন প্রকল্প চলমান থাকা খুবই দরকার। তিনি প্রকল্পের কার্যক্রম যেন আগামীতে অব‍্যহত থাকে সে ব‍্যাপারে অনুরোধ রাখেন।