ভূরুঙ্গামারীতে বীজতলা নিয়ে দুশ্চিন্তায় কৃষক

নিজস্ব প্রতিবেদক
শামসুজ্জোহা সুজন , উপজেলা প্রতিনিধি, (ভূরুঙ্গামারী) কুড়িগ্রাম
প্রকাশিত: শুক্রবার ২৪শে জুন ২০২২ ০৫:৪৪ অপরাহ্ন
ভূরুঙ্গামারীতে বীজতলা নিয়ে দুশ্চিন্তায় কৃষক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অতি বৃষ্টিতে রোপা আমন ধানের বীজতলার ব্যাপক ক্ষতি হয়েছে। টানা বৃষ্টিতে একদিকে পানিতে তলিয়ে গেছে অনেক কৃষকের বীজতলা। অপরদিকে একাধিকবার বীজ বপন করা অনেক কৃষকের বীজতলা নষ্ট হয়ে গেছে। এতে কৃষকেরা চরম দুশ্চিন্তায় পড়েছেন। 


উপজেলা কৃষি অফিস সূত্রে জানাগেছে, আমন মৌসুমের জন্য উপজেলার ৮৫০ হেক্টর জমিতে বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কৃষকেরা ৫১০ হেক্টর জমিতে বীজতলা তৈরি করেছেন। অতি বৃষ্টিতে পানি জমে ৪৫ হেক্টর জমির বীজতলা তলিয়ে গেছে।


উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের নলেয়া গ্রামের কৃষক শহিদুল ইসলাম বলেন, ‘টানা বৃষ্টিতে বীজতলার প্রথমবারের চারা নষ্ট হয়ে গেছে। দ্বিতীয়বারের চারাও পানির নিচে।'পাইকেরছড়া ইউনিয়নের কৃষক মেজবাহ বলেন, ‘পাঁচ বিঘা জমিতে আমনের চারা লাগানোর জন‍্য বীজতলায় বীজ বপন করা হয়েছিল। টানা বৃষ্টিতে বীজতলার চারা পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে।'


চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর গ্রামের কৃষক রফিকুল ইসলাম বলেন, ‘বৃষ্টি কারণে আমনের বীজতলা তৈরি করেও বীজ বপন করা সম্ভব হয়নি। নতুন করে বীজতলা তৈরি করে বীজ বুনতে হবে।'উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম (চলতি দায়িত্ব) বলেন, ‘গত কয়েক দিনের টানা বৃষ্টিতে কিছু বীজতলা পানিতে ডুবে গেছে। বীজতলার পানি দ্রুত নেমে গেলে  চারার তেমন ক্ষতি হবে না। ডুবে যাওয়া চারা দ্রুত স্বাভাবিক হয়ে যাবে।'