রাজবাড়ীতে কোটি টাকার তক্ষক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
মইনুল হক মৃধা, জেলা প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশিত: বুধবার ২২শে জুন ২০২২ ০৮:১৪ অপরাহ্ন
রাজবাড়ীতে কোটি টাকার তক্ষক উদ্ধার

রাজবাড়ী জেলা অংঙ্কুর স্কুল এন্ড কলেজ থেকে আজ বুধবার দুপুরে কোটি টাকা মূল্যের বিলুপ্ত প্রজাতির একটি তক্ষক উদ্ধার করা হয়েছে।


উদ্ধারকৃত তক্ষকের কথিত বাজার মূল্য কোটি টাকার মতো হতে পারে বলে জানান রাজবাড়ী সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা।


অঙ্কুর স্কুল এন্ড কলেজের প্রধান অফিস সহকারী কল্লোল আহম্মেদ বলেন, বুধবার (২২ জুন) ১২টার দিকে অফিস রুমের আলমারি পরিষ্কার করতে গিয়ে তক্ষকটি দেখতে পাই। পরে সেটি ধরে বড় একটি ব্যাগে করে নিয়ে রাজবাড়ী সদর প্রাণী সম্পদ কর্মকর্তার রুমে এসে দিয়ে যাই। এটি বেশ বড় আকৃতির তক্ষক।


রাজবাড়ী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খায়ের উদ্দীন আহমেদ বলেন, উদ্ধারকৃত তক্ষকটি দেখতে বড় আকৃতির। সাধারণ তক্ষকের দাম সবসময় বেশি বলে প্রচার করে একটি চক্র সক্রিয় রয়েছে। এর ফলে প্রকৃতি থেকে এ প্রাণীটি বিলুপ্ত প্রায়। ঢাকার বন বিভাগের কর্মকর্তা কনক রায়ের সাথে কথা হয়েছে। তারা তক্ষকটি বনে অবমুক্ত করবেন।