বর্ষার আগেই ভাঙছে যমুনা

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: বুধবার ২৫শে মে ২০২২ ০৬:১৩ অপরাহ্ন
বর্ষার আগেই ভাঙছে যমুনা

বর্ষা মৌসুম আসার আগেই শুরু হয়েছে সিরাজগঞ্জে যমুনা নদীর ভাঙ্গন। বিলীন হয়ে যাচ্ছে ঘরবাড়ি, গাছপালা। ভাঙন আতঙ্কে দিন কাটছে নদী পাড়ের মানুষের।


সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জালালাপুর, পাকুরতরা, পাঁচিল এলাকায় শুরু হয়েছে নদী ভাঙ্গন শুরু হয়েছে। এরইমধ্যে ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়েছে অনেক পরিবার। অনেকে চলে যাচ্ছেন নিরাপদ আশ্রয়ে। কাজে আসছে না নদী রক্ষা বাঁধও। তারা জানান, নদী এমন ভাঙছে রাতে আমাদের ঘুম হয় না। এতো চিন্তায় আছি আমরা।

 

ভাঙ্গণ রোধে জরুরী পদক্ষেপ নেয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের।পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম বলেন, সাতশ-আটশ মিটারের মতো জায়গায় এখনও নদী ভাঙন আছে। ওখানে কাজ করছি। আশা করছি, আর ৪-৫ দিনের মধ্যে ওই ভাঙনটা আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসবো।


গত এক সপ্তাহে নদীগর্ভে বিলীন হয়েছে শাহজাদপুরের বিভিন্ন এলাকার অন্তত ১৫টি বসতবাড়িসহ গাছপালা।