কালবৈশাখী ঝড়ে বাগেরহাটে গাছ চাপায় বৃদ্ধার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
জেলা প্রতিনিধি-বাগেরহাট
প্রকাশিত: সোমবার ২৮শে ফেব্রুয়ারি ২০২২ ০৬:৪২ অপরাহ্ন
কালবৈশাখী ঝড়ে বাগেরহাটে গাছ চাপায় বৃদ্ধার মৃত্যু

বাগেরহাটের শরণখোলা উপজেলায় কালবৈশাখী ঝড়ে গাছচাপায় অঞ্জুরাণী (৭০) নামে এক বৃদ্ধা মারা গেছেন। রোববার রাতে উপজেলার রায়েন্দা ইউনিয়নের লাকুড়তলা ওয়ার্ডের চালিতাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।


নিহত অঞ্জুরাণী উপজেলার ধানসাগর ইউনিয়নের ধানসাগর গ্রামের মৃত বিধান দেউড়ির স্ত্রী। তিনি গত বৃহস্পতিবার চালিতাবুনিয়া গ্রামে তার ভাই সুনীল হাওলাদারের বাড়িতে বেড়াতে এসেছিলেন।


ধানসাগর ইউপি সদস্য মো. শাহজাহান বাদল জমাদ্দার নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, রাত ৮টার দিকে প্রচণ্ড ঝড় শুরু হয়। ওই বৃদ্ধা তখন ঘরের বাইরে দাঁড়ানো ছিলেন। হঠাৎ ঝড়ে একটি নারকেল গাছ ভেঙে পড়লে বৃদ্ধা তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। সোমবার সকালে তার মৃতদেহ ধানসাগর গ্রামে নিয়ে গেছে তার পরিবার।


রোববার রাতে কালবৈশাখী ঝড়ে শরণখোলা উপজেলার বিভিন্ন এলাকায় বেশকিছু গাছপালা ভেঙে ও উপড়ে পড়েছে। এছাড়া কিছু কাঁচা ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।


এ বিষয়ে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজগর আলী জানান, ঝড়ে গাছচাপায় বৃদ্ধার মৃত্যু হয়েছে। ক্ষয়ক্ষতির ব্যাপারে তথ্য সংগ্রহ করা হচ্ছে।