টাঙ্গাইলে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে, আহত ২৫

নিজস্ব প্রতিবেদক
ফুয়াদ হাসান রঞ্জু, উপজেলা প্রতিনিধি, ভূঞাপুর, টাঙ্গাইল
প্রকাশিত: সোমবার ২৪শে জানুয়ারী ২০২২ ০১:৫৯ অপরাহ্ন
টাঙ্গাইলে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে, আহত ২৫

কুয়াশার কারণে ভূঞাপুর-এলেঙ্গা-টাঙ্গাইল সড়কে হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ২৫ জন আহত হয়েছেন।সোমবার (২৪ জানুয়ারি) ভোরে এলেঙ্গা-ভূঞাপুর সড়কের যদুরপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।


ভূঞাপুর ফায়ার সার্ভিস অ‌্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ আবুল কালাম জানান, কুড়িগ্রামের বুড়িমারি থেকে হানিফ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব-১৫-০২৪২) ঢাকার দিকে যাচ্ছিল। ভোরে বাসটি ভূঞাপুর-এলেঙ্গা-টাঙ্গাইল সড়কের যদুর পাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এসময় বাসে থাকা ২৫ জন যাত্রী আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করেন। এর মধ্যে ১৭ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বাকি ৮ জনকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।