ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, উপজেলা প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: রবিবার ২৩শে জানুয়ারী ২০২২ ০৬:৩৮ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা হাসপাতালের শহীদ ডাক্তার মিলন সভাকক্ষে হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা আজ রবিবার (২৩ জানুয়ারি) সকাল ১১টার দিকে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ব্রাহ্মণবাড়িয়া-৩ সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী। 


কমিটির সহ- সভাপতি সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ। 


এসময় উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো.শাহগীর আলম,অতিরিক্ত পুলিশ সুপার( প্রশাসন- অপরাধ )মোহাম্মদ মোল্লা শাহিন, ব্রাহ্মণবাড়িয়া সদর পৌরসভা মেয়র নায়ার কবির,সিভিল সার্জন ডাক্তার মো.একরাম উল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক মোঃ ওয়াহিদুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান ডা.মো.আবু সাঈদ,ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি ডা.মো.বজলুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামিসহ জেলা স্বাস্থ্য বিভাগের সদস্যবৃন্দ।কম ওজন নিয়ে ভূমিষ্ঠ ও ঠান্ডাজণিত সমস্যায় আক্রান্ত নবজাতকদের সুচিকিৎসায় ব্রাহ্মণবাড়িয়া জেনরালে হাসপাতালে স্ক্যানো ইউনিটের উদ্বোধন করেন। 


স্থানীয় সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী প্রধান অতিথি থেকে ইউনিটটির উদ্বোধন করেন।এ সময় বক্তারা বলেন, ইউনিটটিনবজাতকদের সুচিকিৎসা অনেকাংশে নিশ্চিত হবে। সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব হবে।মূলত ব্রাহ্মণবাড়িয়ায় নবজাতকদের চিকিৎসায় এটি একটি নতুন সংযোজন।


 বক্তারা আরো বলেন,রোগীদের সেবাদানের ক্ষেত্রে চিকিৎসক ও নার্সদের আরও আন্তরিক হতে হবে। হাসপাতালটি এই অঞ্চলের সবচেয়ে বড় এবং নির্ভরতার প্রতীক। সাধারণ মানুষের রোগশোকের একমাত্র অবলম্বন ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল। তাই সেবার মান উন্নত করার ওপর আরও মনোযোগী হওয়া দরকার। সভায় হাসপাতালের কার্যক্রমকে আরো গতিশীল করতে বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়।